ইতিহাস গড়লেন স্কালোনি

প্রকাশিত: ১৯-১২-২০২২ ০২:৩৯

আপডেট: ১৯-১২-২০২২ ১২:৪০

ক্রীড়া ডেস্ক: লিওনেল স্কালোনি, আর্জেন্টিনার স্বপ্ন জয়ের কারিগর। নামের পাশে নেই কোনো বিশেষত্ব, আর্জেন্টিনা জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে তার নামটাও হয়তো কেউ জানতো না। সেই স্কালোনিই অসম্ভবকে করে দেখালেন সম্ভব। ইতিহাস গড়লেন এই আর্জেন্টাইন কোচ। 

গত আট বিশ্বকাপে যা কেউ করতে পারেননি,  লিওনেল স্কালোনি তা করে দেখিয়েছেন। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বহু কাঙ্খিত ফুটবল বিশ্বকাপ।

২০১৮ সালে জর্জ সাম্পাওলির বিদায়ের পর অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নেন ৪৪ বছর বয়সী স্কালোনি। তখন অনেকেই ভ্র কুচকেছিল। আর্জেন্টিনার কোচ হিসেবে তার নিয়োগ ব্যাপক সমালোচনা ও বিরোধিতার মুখে পড়েছিল। তারা মনে করেছিলেন, সে দায়িত্ব পালনের মতো যোগ্যতা স্কালোনির নেই।  তবে সময়ের সাথে সাথে নিজের আসনটিকে পাকাপোক্ত করে নেন তিনি। 

গড়ে তোলেন নতুন একটি দল। যেখানে অভিজ্ঞদেও পাশাপাশি এমন কিছু তরুণদেও তুলে আনেন যাদেও হাত ধরেই আত্মপ্রকাশ করে নতুন এক আর্জেন্টিনা। তাঁর অধীনে আর্জেন্টিনা জিতেছে কোপা আমেরিকা ও ফিনালিসিমা ট্রফি।

সেই থেকে হাঁটি হাঁটি পা পা করে স্কালোনির অধীন দলটি চলে গেছে বিশ্বকাপের ফাইনালে। আর ফাইনাল জিতে এবার সেই স্কালোনির হাত ধরেই এলো বিশ্বকাপ। তিনি ঘুচিয়েছেন ৩৬ বছরের আক্ষেপ। কোচ লিওনেল স্কালোনির কাছে হয়তো আজীবণ ঋণী থাকবেন আর্জেন্টিনার মানুষেরা।

কোচ হিসেবে আজ তাঁর সবচেয়ে বড় গর্বের দিনে স্কালোনি বলেন, ‘আমি গর্বিত। অন্যান্য দিনের চেয়ে কম রোমাঞ্চিত আমি, তবে আজ আমি মুক্ত। এই দল আমাকে গর্বিত করেছে, এই অর্জন তাদের। আমি মানুষকে বলতে চাই উপভোগ করুন, কারণ এটা ঐতিহাসিক মুহূর্ত।’

rocky/sat