অবসর নিচ্ছেন না মেসি

প্রকাশিত: ১৯-১২-২০২২ ০৩:২২

আপডেট: ১৯-১২-২০২২ ০৩:২২

ক্রীড়া ডেস্ক: বয়স ৩৫, জেতা হয়ে গেছে সবচেয়ে আরাধ্য ফুটবল বিশকাপের শিরোপা, তাতে অনেকের ধারণা ছিল জাতীয় দলের জার্সি হয়তো তুলে রাখবেন লিওনেল মেসি। তবে বিশ্বকাপ জয়ের পর এলএম টেন জানালেন এখনই জাতীয় দলকে বিদায় বলছেন না তিনি। আকাশি-সাদা জার্সিতে খেলা চালিয়ে যাবেন।

বিশ্বকাপ শেষে টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে তাৎক্ষণিক সাক্ষৎকারে মেসি বলেন, ‘অবশ্যই আমি চেয়েছিলাম আমার ক্যারিয়ার এখানেই শেষ করতে। আমি এর থেকে আর বেশি কিছু চাইতে পারি না। ঈশ্বরকে ধন্যবাদ তিনি সব দিয়েছেন আমাকে। ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে এমন অর্জন সত্যিই ঈর্ষণীয়।’

এরপরই মেসি ঘোষণা দেন জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার। তিনি বলেন, ‘আমি ফুটবলকে ভালোবাসি। আমি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ করি। চ্যাম্পিয়ন আর্জেন্টিনার জার্সি গায়ে আমি খেলা চালিয়ে যাবো।’

এর আগে মেসি জানিয়েছিলেন কাতার বিশ্বকাপের ফাইনালই বিশ্বকাপে তার শেষ ম্যাচ। তবে পরের বিশ্বকাপে তিনি খেলবেন কিনা সে বিষয়ে পরিস্কার করেননি ফুটবল জাদুকর।

rocky/sat