ইতিহাস গড়লো মেসির সেই ছবি

প্রকাশিত: ২১-১২-২০২২ ০১:৫৩

আপডেট: ২১-১২-২০২২ ০১:৫৩

ক্রীড়া ডেস্ক: কাতার বিশ্বকাপ ফুটবলে একের পর এক রেকর্ড গড়েছেন আর্জেন্টিনার লিওনেল মেসি। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা, সবচেয়ে বেশি মিনিট মাঠে থাকা ফুটবলার তিনি। সবচেয়ে বেশি গোলে ভূমিকা রাখা খেলোয়াড় তিনি। একমাত্র ফুটবলার হিসেবে বিশ্বকাপে দুই বার গোল্ডেন বুট জিতেছেন।  

তার ওই রেকর্ডময় বিশ্বকাপে শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ৩৬ বছর পর আর্জেন্টিনায় বিশ্বকাপ শিরোপা জয়ের উৎসব হচ্ছে। ওই উৎসবের ক্ষণ এনে দিয়েছেন মেসি। এবারের বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচে গোল করেছেন। ফাইনালে করেছেন জোড়া গোল। 

এরপর অধিনায়ক হিসেবে লিও উচিয়ে ধরেন শিরোপা। তার শিরোপা দু’হাত যতটা উপরে ওঠে ততটা উচিয়ে ধরার ওই ছবি দেন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। যা এরই মধ্যে নতুন ইতিহাস গড়েছে। ভেঙেছে ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবির রেকর্ড। ছবিটিতে এ পর্যন্ত লাইক পড়েছে ৬ কোটি ৩৮ লাখ ৮৫ হাজার ৯৪৬ বার। ফলোয়ারের দিক থেকেও অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এই ফুটবল জাদুকর। 

কাতার বিশ্বকাপ জয়ের পর কাতারে উদযাপনের ১০টি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন লিওনেল মেসি। পোস্টে মেসি লেখেন, ‘আমার পরিবার এবং যারা আমাকে সমর্থন এবং আমার ওপর বিশ্বাস রেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা আবারও প্রমাণ করেছি যে আর্জেন্টাইনরা যখন একসঙ্গে লড়াই করে এবং ঐক্যবধ্য হই তখন আমরা যা করতে চাই তা অর্জন করতে সক্ষম। ‘এই অর্জন পুরো দলের, যা ব্যক্তিত্বের ঊর্ধ্বে। একটা স্বপ্নের জন্য লড়াই করার শক্তি এই অর্জন।’

এর আগে একটি ডিমের ছবি এই রেকর্ডের মালিক ছিল; সেটিতে লাইফ পড়ে ৫ কোটি ৭০ লাখ ৬২ হাজার ৬৮৭ বার।

SAI/sat