মাদারীপুরে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, আহত ৮

প্রকাশিত: ২২-১২-২০২২ ২২:১৩

আপডেট: ২২-১২-২০২২ ২২:১৩

মাদারীপুর সংবাদদাতা: মাদারীপুর সদরে অবৈধ ইটভাটার উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের উপরে মালিকপক্ষের শ্রমিকদের হামলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ ৮ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২২শে ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালত ৭ টি ইটভাটাকে ১৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করে।

স্থানীয় ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা গ্রামে অবৈধ ইটভাটায় অভিযানে যায় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযান শুরু করলে জেএসবি ব্্িরক্সের মালিক সোবাহান ফকিরের লোকজন দায়িত্বরত কর্মকর্তাদের ওপর হামলা চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। 

হামলায় পরিবেশ অধিদপ্তরের ফরিদপুর অঞ্চলের উপ-পরিচালক সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর কাজী সজিব, ভেকু মেশিন চালকসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে। এসময় ৭টি ইটভাটাকে সাড়ে ১৬ লাখ ৫০ হাজার টাকা জমিরানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট নওরীন হক জানান, অভিযান শুরু করলে তাদের উপর হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এই ভাটা মালিকের বিরুদ্ধে সরকারি কাজে বাধাসহ অন্যান্য বিষয় নিয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।

 

lamia/prabir