আজারবাইজানে ২০টি পাসপোর্টসহ বাংলাদেশি আটক

প্রকাশিত: ২৩-১২-২০২২ ০৯:৪৬

আপডেট: ২৩-১২-২০২২ ০৯:৪৬

আন্তর্জাতিক ডেস্ক: প্রতারণার অভিযোগে আজারবাইজানের বিমানবন্দরে ২০টি পাসপোর্টসহ শহিদুল ইসলাম নামে এক বাংলাদেশিকে আটক করেছে আজারবাইজান এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মীরা। গতকাল (বৃহস্পতিবার) রাতে আজারবাইজানের রাজধানী বাকুতে হায়দার আলিয়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে আটক করা হয়। আজারবাইজানের ট্রেন্ড নিউজ এজেন্সি এ তথ্য জানায়।

আটকের পর তল্লাশিকালে শহিদুল ইসলামের কাছে ২০ বাংলাদেশির পাসপোর্ট ও দু'টি সিল পাওয়া যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, শহিদুল ইসলাম টাকার জন্য বাংলাদেশিদের আজারবাইজানে নিয়ে ইউরোপের যেকোনো দেশে প্রবেশের লোভ দেখাতেন।  

সেই সঙ্গে পাসপোর্টগুলোতে সার্বিয়ার ভুয়া ভিসাও পাওয়া গেছে বলে জানিয়েছে আজারবাইজানের স্থানীয় সংবাদমাধ্যম।

Amirul/sharif