বুধবার মেট্রোরেলের প্রথম অংশের উদ্বোধন

প্রকাশিত: ২৫-১২-২০২২ ১৪:০৪

আপডেট: ২৫-১২-২০২২ ১৮:৫৩

মাবুদ আজমী: ঢাকার মেট্রো রেল উদ্বোধনের অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। আগামী বুধবার (২৮শে ডিসেম্বর) মেট্রো রেলের প্রথম অংশের উদ্বোধন হবে। পরের দিন থেকেই উত্তরা হতে আগারগাঁও পর্যন্ত ভ্রমণ করতে পারবে মানুষ। এই যাত্রার বিপুল আয়োজন চলছে। মানুষের মধ্যেও বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। 

একে একে অনেক স্বপ্নই পূরণ হচ্ছে দেশের মানুষের। এই ধারাবাহিকতায় শেখ হাসিনার হাত ধরে এবার মেট্রো রেল যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। মেট্রোরেলে ভ্রমণের অপেক্ষা শেষ হচ্ছে দেশবাসীর।

মাথার ওপর রেললাইন ধরে উত্তরা থেকে মতিঝিলি পর্যন্ত ছুটবে ট্রেন। তবে ২৯ ডিসেম্বর থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত যাতায়াত করতে পারবেন ভ্রমণকারীরা। মেট্রোরেলের এই অংশ পুরোপুরি প্রস্তুত হয়েছে।

আগামী ২৮শে ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন উপলক্ষ্যে শেষ মূহূর্তের কিছু কাজ হচ্ছে এখন।মিরপুরের রোকেয়া সরণীর মেট্রোরেলের নিচের সড়কজুড়ে চলছে সৌন্দর্য বর্ধনের কাজ। মানুষ অপেক্ষায় আছে সড়কের যানজটের যন্ত্ররা এড়িয়ে ওপরে ট্রেনে চড়ে গন্তব্যে যাওয়ার।

উত্তরার দিয়াবাড়ী মেট্রো রেলের মূল স্টেশন থেকে এখন ট্রেন চলবে আগারগাঁও পর্যন্ত।এই পথে চলাচলকারীদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হতে চলেছে।

দ্বিতীয় ধাপে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশের কাজ ২০২৪ সালে শেষ হবে বলে জানিয়েছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

 

Azmi/shimul