কুমিল্লায় ছুরিকাঘাতে এক তরুণকে হত্যা

প্রকাশিত: ৩১-১২-২০২২ ১৬:৩২

আপডেট: ৩১-১২-২০২২ ১৬:৩২

কুমিল্লা সংবাদদাতা: কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। ধাক্কা লেগে খাবার পড়ে যাওয়াকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘঠিত হয় বলে জানায় স্থানীয়রা। নিহত ওই যুবকের নাম ইয়াসিন মিয়া (১৯)। তিনি উপজেলার দুর্গাপুর এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, উপজেলায় ওয়াজ মাহফিল চলাকালে পাশের একটি দোকানে এক ব্যক্তির শরীরে ধাক্কা লাগে ইয়াসিন মিয়ার। এসময় ওই ব্যক্তির হাতে থাকা ছোলার বুট মাটিতে পড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে ইয়াসিনকে কুপিয়ে জখম করা হয়। 

পরে রাতে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইয়াসিন মারা যায়। দেবাশীষ চৌধুরী জানায়, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবার এখনো মামলা দায়ের করেনি। মামলা দায়ের করলে ব্যবস্থা নেয়া হবে। হত্যার পেছনে অন্য কোন কারণ আছে কি-না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

lamia/sharif