পর্যটকদের পদচারণায় মুখর কুয়াকাটা সৈকত

প্রকাশিত: ৩১-১২-২০২২ ১৭:০৩

আপডেট: ৩১-১২-২০২২ ১৭:০৩

পটুয়াখালী সংবাদদাতা: ইংরেজি বছরের শেষ সূর্যাস্ত ও নতুন বছরের সূর্যোদয় দেখার জন্য কুয়াকাটা সমুদ্র সৈকতে ছুটে গেছেন পর্যটকরা। দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতজুড়ে পর্যটকরা নেচে-গেয়ে প্রিয়জনের সাথে আনন্দ উন্মাদনায় মেতে উঠেছেন। 

পর্যটকদের পদচারণায় মুখর সৈকতের জিরো পয়েন্ট, ঝাউবন, গঙ্গামতির লেক, কাউয়ার চর, মিশ্রিপাড়া, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, রাখাইন পল্লীসহ বিভিন্ন দর্শনীয় স্থান। 

বাড়তি পর্যটকদের আনাগোনায় প্রাণ চাঞ্চল্যতা ফিরে এসেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে। বুকিং রয়েছে অধিকাংশ হোটেল-মোটেলই। 

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে টুরিস্ট পুলিশ, নৌ-পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে তিনস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

MBK/sharif