ব্যাংক খাত নিয়ে গুজব, গ্রেফতার ৫

প্রকাশিত: ০৯-০১-২০২৩ ২০:১৯

আপডেট: ০৯-০১-২০২৩ ২০:৫৭

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক ও আর্থিক খাত নিয়ে গুজব রটানোর দায়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর গ্রোয়েন্দা পুলিশ বলছে, চক্রটি সরকারকে বেকায়দায় ফেলতে কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে গুজব  ছড়িয়ে আসছিল। আর্থিক প্রতিষ্ঠানের অর্থ লুটপাটের মিথ্যা তথ্য ছড়িয়ে দেশের আর্থিক খাতকেও অস্থিতিশীল করা চেষ্টা করছে তারা।

আজ (সোমবার) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ খবর জানান ডিএমপি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ। 

তিনি বলেন, জামায়াত-শিবিরের দেশি-বিদেশি চক্র এর সাথে জড়িত। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে গুজব ছাড়ানোর বিষয়টি প্রাথমিকভাবে স্বীকার করেছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। 

Rakib/sat