ঝালকাঠি সংবাদদাতা: ঝালকাঠির রাজাপুরে ৮ কিলোমিটার সড়কের এখন বেহাল দশা। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে এলাকাবাসী। তাদের অভিযোগ, গত ১৫ বছর যাবত সড়কটি সংস্কার হচ্ছে না। তবে এলজিইডি কর্তৃপক্ষ বলছেন, বরাদ্দ পেলে রাস্তাটির মেরামত কাজ শুরু হবে।
ঝালকাঠির রাজাপুর থেকে হাইলাকাঠি ও ডহরশংকর মঠবাড়ী ইউনিয়ন পরিষদ পর্যন্ত সড়কটির বেশিরভাগ জায়গায় খানাখন্দ ও বড়বড় গর্ত তৈরি হয়েছে। কিছু জায়গায় সড়কের উপর কোন ইট-পাথরই নেই। একসময়ের পাকা রাস্তাটি এখন মাটির রাস্তায় পরিণত হয়েছে। ফলে সড়কটিতেঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন।
এই সড়কের বেহাল দশার কারণে চরম ভোগান্তিতে আছে এলাকাবাসী। বর্ষাকালে দুভোর্গের মাত্রা আরো বেড়ে যায়। স্থানীয়রা জানান, জনপ্রতিনিধিরা বারবার আশ্বাস দিলেও সড়ক সংস্কারে নেই কোন উদ্যোগ।
বরাদ্দ পেলে ৮ কিলোমিটার সড়কটির সংস্কার কাজ শুর করা হবে বলে জানালেন রাজাপুর উপজেলা প্রকৌশলী অভিজিৎ মজুমদার। দ্রুতই সড়কটি সংস্কারের উদ্যোগ নেবে কর্তৃপক্ষ-এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
sanjida/sharif