সংসদ উপনেতা হলেন মতিয়া চৌধুরী

প্রকাশিত: ১২-০১-২০২৩ ২২:২০

আপডেট: ১২-০১-২০২৩ ২৩:৪৯

নিজস্ব প্রতিবেদক: একাদশ জাতীয় সংসদের উপনেতা মনোনীত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী। বৃহস্পতিবার রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় তাকে উপনেতা করার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও সংসদীয় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বৈশাখী টেলিভিশনকে জানান, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংসদ উপনেতা হিসেবে মতিয়া চৌধুরীর নাম প্রস্তাব করেন। সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী প্রস্তাব সমর্থন করেন। পরে সর্বসম্মতিক্রমে সংসদে উপনেতা মনোনীত হন বেগম মতিয়া চৌধুরী। ক্ষমতাসীন দলের উপনেতা মনোনীত করার বিষয়টি এখন স্পিকারকে জানানো হবে। 

সবশেষ সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী গত সেপ্টেম্বরে মারা যান। এরপর থেকেই সংসদ উপনেতার পদটি শূন্য ছিল। 

MNU/sat