নিজস্ব প্রতিবেদক: সাপ্তাহিক ছুটির দিন এবং বিশ্ব ইজতেমা- এই দুই কারণে শুক্রবার ভিড় ছিলো মেট্রোরেলে। আগারগাঁও এবং দিয়া বাড়ির দুই স্টেশনেই সকাল থেকে দেখা মেলে অপেক্ষমান অনেক যাত্রীর। দীর্ঘলাইনে দাঁড়িয়ে টিকিট কেটে রেলে চড়েছেন যাত্রীরা। স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারা এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ জানান যাত্রীরা।
শুক্রবার সকাল আটটা বাজার আগেই মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের বাইরে উত্তরাগামী যাত্রীদের এই দীর্ঘ সারি। বেলা বাড়ার সাথে সাথে এই সারি আরো দীর্ঘ হয়।
সাপ্তাহিক ছুটির দিনে স্বপ্নের মেট্রোরেলে চড়তে অনেকেই এসেছেন স্বপরিবারে। একই সাথে বিশ্ব ইজতেমার কারণে আগারগাঁও স্টেশনে ইজতেমা গামী যাত্রীদেরও ভিড় ছিল।
সুপরিসর প্ল্যাটফর্মে প্রবেশের পর টিকিটের জন্য আবারো দীর্ঘ লাইনে দাঁড়াতে হয় যাত্রীদের। শৃঙ্খলা মেনে টিকেট প্রাপ্তির পর মেট্রোরেলে চড়ার আনন্দ অনেকের কাছে বেশ আবেগময় ঘটনা।
দীর্ঘদিনের যানজট আর নগরীর নানা জঞ্জাল এড়িয়ে মাত্র ১০ মিনিটে আগারগাঁ থেকে উত্তরা পৌঁছাতে পারায় দারুন খুশি যাত্রীরা। মেট্রোরেলে প্রতিদিন গড়ে ১০ হাজার যাত্রী চলাচল করলেও শুক্র এবং শনিবার যাত্রীর চাপ বেড়ে যায় জানান মেট্রোরেল কর্তৃপক্ষ।
বর্তমানে আগারগাঁও এবং দিয়াবাড়িতে মেট্রোরেলের দুটি স্টেশন চালু থাকলেও ২৫শে জানুয়ারী থেকে পলবী স্টেশন চালু হবে।
MRP/sharif