মেট্রোতে চড়ে ইজতেমার পথে মুসল্লিরা

প্রকাশিত: ১৩-০১-২০২৩ ১২:০১

আপডেট: ১৩-০১-২০২৩ ১৫:৩৩

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীর তুরাগ তীরে আজ বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে জুম্মার নামাজের বড় জামাত। ইজতেমায় এবং জুমার নামাজে অংশ নিতে মেট্রোরেলে চড়ে আগারগাঁও থেকে উত্তরা যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আজ (শুক্রবার) সকালে মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে গিয়ে দেখা যায়, সকাল থেকে মেট্রোরেলে চড়ার জন্য লাইন ধরছেন ইজতেমামুখী যাত্রীরা। কেউ টিকিট পেয়ে ইতিমধ্যে চলে গেছেন, কেউবা অপেক্ষা করছেন।

ইজতেমামুখী মুসল্লিরা বলছেন, টঙ্গী পর্যন্ত মেট্রোরেলে চড়ে যাওয়া সম্ভব হবে না। তাও উত্তরা পর্যন্ত তো যাওয়া যাবে। কারণ উত্তরা পর্যন্ত রাস্তায়ই সব থেকে বেশি যানজট। তাই যানজটের ভোগান্তি এড়াতে তারা মেট্রোরেলে যাতায়াত করছেন।

এক যাত্রী বলেন, ইজতেমায় অংশ নেওয়ার জন্য মেট্রোরেল দিয়ে যাচ্ছি। রাস্তায় যানজটের থাকে। সে বিবেচনায় মেট্রোরেল অনেকটাই আরামদায়ক পরিবহন সবার জন্য।

মোহাম্মদপুর থেকে আসা আরেক যাত্রী বলেন, মেট্রোরেলে সময় এবং ভোগান্তি দুটোই কমে যাচ্ছে। খুবই ভালো লাগছে এতে চড়ে ইজতেমা ময়দানে যেতে পারছি। ইনশাআল্লাহ জুমার নামাজে ভালোভাবেই অংশ নিতে পারব।

মহাখালী থেকে উত্তরা বা টঙ্গী পর্যন্ত পৌঁছাতে বাসের চেয়ে মেট্রোরেল অনেক বেশি আরামদায়ক, এমনটাই জানাচ্ছেন যাত্রীরা। 

FR/sharif