বান্দরবান সংবাদদাতা : বান্দরবানে মংলুমাং মারমা (৪২) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ই জানুয়ারি) বিকেলে রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের উনিহ্লা হেডম্যান পাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১১ই জানুয়ারি বুধবার দুপুরে বান্দরবান শহরের কালাঘাটার বাসা থেকে অজ্ঞাত এক ব্যক্তি মংলুমাং মারমাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাসায় ফেরেনি। এ বিষয়ে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, কে বা কারা মংলুমাং মারমাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি, তদন্ত চলছে।
কালাঘাটা ৩নং ওয়ার্ড কাউন্সিলর অজিৎ কান্তি দাশ জানান, মংলুমাং মার্মা বুধবার থেকে নিখোঁজ ছিল। দুপুরে কয়েকজন লোক রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এসময় তার শরীরের মাথায় ও বিভিন্ন স্থানে জখমের দাগ দেখা যায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।
মংলুমাং মার্মা জায়গার ব্যবসার সাথে জড়িত ছিল। জায়গা দেখানোর কথা বলে তাকে বাসা থেকে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে তার পরিবার।
Priyonty/prabir