দেশে ভোটার ১১ কোটি সাড়ে ৯০ লাখ

প্রকাশিত: ১৫-০১-২০২৩ ১৩:২২

আপডেট: ১৫-০১-২০২৩ ১৭:২৭

নিজস্ব প্রতিবেদক: দেশে বর্তমানে মোট ভোটার ১১ কোটি ৯০ লাখ ৬১ হাজার ১৫৮ জন। নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছে ৭৯ লাখ ৮৩ হাজার ২৭৭ জন। এক বছরে ভোটার বেড়েছে ৫ দশমিক এক শূন্য শতাংশ বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তিনি বলেন, আগামী দোসরা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করা হবে। আজ (রোববার) সকালে নির্বাচন ভবনে তার দফতরে খসড়া ভোটার তালিকা নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। 

সচিব বলেন, চূড়ান্ত ভোটার তালিকায় যারা ভোটার, তারাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। তবে এই তালিকায় বাদ বা কোনো সংশোধন থাকলে আগামী ৭ই ফেব্রুয়ারির মধ্যে আপত্তি জানাতে হবে। ১৪ই ফেব্র“য়ারি শুনানি হবে। দেশের সব উপজেলাতে খসড়া তালিকা টানানো হবে।

সচিব বলেন, মোট ভোটারের মধ্যে ৬ কোটি ৩ লাখ ৮৩ হাজার ১১২ জন পুরুষ এবং ৫ কোটি ৮৬ লাখ ৭৭ হাজার ২০৯ জন মহিলা। আর ৮৩৭ জন হিজড়া এই ভোটার তালিকায় রয়েছেন। গত ২০২২ সালে ভোটার ছিল মোট ১১ কোটি ৩২ লাখ ৮৭ হাজার ১০ জন।

No description available.

 

FR/shimul