নিজস্ব প্রতিবেদক: সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গ্যাস ও বিদ্যুতে ভর্তুকি একমাত্র বাংলাদেশেই দেয়া হয়। তবে এর চাপ পড়ে জনগনের ওপর। তিনি বলেন, দাম বাড়িয়ে মূল্যস্ফিতি নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে। আজ (বুধবার) জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চুন্নুর বক্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।
চলতি জানুয়ারি মাসে এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে গ্যাস ও বিদ্যুতের। এ নিয়ে বুধবার জাতীয় সংসদের ২১তম অধিবেশনে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করেন বিরোধী দল জাতীয় পার্টির সদস্য মুজিবুল হক চুন্নু। বলেন, শর্ত পুরোন করে আইএমএফ-এর ঋণ নিলে মূল্যস্ফিতি বাড়বে। এই চাপ সরকার সামলাতে পারবে কিনা।
এর জবাবে সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিশোধের ক্ষমতা আছে বলেই আইএমএফ বাংলাদেশকে ঋণ দিচ্ছে।
বাংলাদেশ ছাড়া অন্য কোন দেশ বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি দেয়া হয় না শেখ হাসিনা বলেন, অতীতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সফল হয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর তার নির্ধারিত প্রশ্ন উত্তর পর্বে বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধি রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
EHM/shimul