দলগুলোর মধ্যে সংলাপ চান সিইসি

প্রকাশিত: ১৮-০১-২০২৩ ২০:০০

আপডেট: ১৮-০১-২০২৩ ২১:১৩

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে ইসির পদক্ষেপ কি তাও জানতে চায় তারা। এসব নিয়ে কমিশনের সাথে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল। পরে, প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে রাজনৈতিক মতবিরোধ দূর করতে রাজনৈতিক দলগুলো সংলাপে বসতে পারে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি জানতে বুধবার ইউরোপীয় ইউনিয়নের ১১ সদস্যের প্রতিনিধিদল কমিশনের সাথে বৈঠক করে। নির্বাচন ভবনে এই বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, অন্য দুজন নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

দেড়ঘন্টা ব্যাপী এই বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি এবং প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ইইউ প্রতিনিধি দলের প্রধান জানান, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রস্তুতি অবহিত হয়েছেন তারা। নির্বাচন পর্যবেক্ষণে তাদের আগ্রহের কথাও জানান। 

এসময় সিইসি জানান, রাজনৈতিক মতবিরোধ দূর করতে দলগুলোর মধ্যে সংলাপ প্রয়োজন। বিদেশী পর্যবেক্ষকরা ভোট পর্যবেক্ষণ করলে ভালো হবে।

তিনি বলেন, ইভিএম প্রকল্প অনুমোদন না হওয়ায় এটি দিয়ে ভোট করা নিয়ে সংশয় আছে। 

 

 

KFA/shimul