সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে- ফখরুল

প্রকাশিত: ২২-০১-২০২৩ ২০:৪৬

আপডেট: ২২-০১-২০২৩ ২১:০০

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্য সৃষ্টি করে গণআন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার) বিকেলে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ৬৯ এর গণ-আন্দোলনের শহীদ আসাদ দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন।

বিএনপি মহাসচিব বলেন, এই সরকার আমাদের মুক্তিযুদ্ধের সব স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছে। আমাদের সব অধিকারগুলো কেড়ে নিয়েছে। আজকে মানুষ সেই অধিকারগুলো পুনরুদ্ধার করার জন্য সংগ্রাম শুরু করেছে। আমরা দলগুলো ঐক্যবদ্ধ হয়েছি। আরও ঐক্যবদ্ধ হবো। 

তিনি বলেন, সরকারের সময় শেষ হয়ে এসেছে। জনগণ জেগে উঠেছে। সব রাজনৈতিক দল একজোট হয়ে জাতীয় ঐক্যের মাধ্যমে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি আদায় করা হবে।

আসাদ আজকের সময়ে আমাদের কাছে সেই প্রেরণা মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, সরকার আন্দোলন দমনে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে। আমাদের হাজার হাজার নেতাকর্মী কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। গণতন্ত্র এখন তাদের হয়েগেছে। মানুষ ঐক্যবদ্ধ হয়ে এ অবস্থা থেকে মুক্তি লাভ করবে।

GM/sharif