নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দুই লাখ নতুন ইভিএম কেনার প্রকল্প আপাতত স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন দেড়শো আসনে মেশিনে ভোট করতে এসব ইভিএম কিনতে প্রকল্প প্রস্তাব পাঠায় সরকারের কাছে। তবে, পরিকল্পনা কমিশন ইসি সচিবালয়ে চিঠি দিয়ে জানিয়েছে বর্তমান প্রেক্ষাপটে এই প্রকল্প অনুমোদন করা হবে না। আজ (সোমবার) দুপুরে নির্বাচন কমিশন সচিব সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
নির্বাচন কমিশন আগামী সংসদ নির্বাচনে সর্বোচ্চ ১৫০ আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমে ভোট করতে চেয়েছিল। সেজন্য অন্তত সাড়ে তিন লাখ ইভিএম প্রয়োজন। বর্তমানে নির্বাচন কমিশনের কাছে আছে দেড় লাখ ইভিএম আছে। বাকি দুই লাখ ইভিএম কিনতে ইসি গেলো বছরের অক্টোবরে প্রকল্প প্রস্তাব পাঠায় সরকারের কাছে।
তবে, সোমবার জরুরি সংবাদ সম্মেলন ডেকে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম জানান, ৮ হাজার ৭১১ কোটি টাকার এই ইভিএম প্রকল্প অনুমোদন হচ্ছে না। এর ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড়শো আসনে মেশিনে ভোট করা সম্ভব হবে না।
KFA/shimul