গোলাম মোর্শেদ: আগামী মার্চ মাসে বড় আন্দোলন গড়ে তোলার পরিকল্পনা করছে বিএনপি। কর্মসূচির ধরণ ও কৌশলেও ভিন্নতা আনতে চায় দলটির নেতারা। জনদুর্ভোগকে প্রাধান্য দিয়ে মানুষকে আন্দোলনের মাঠে টানার পরিকল্পনা তাদের। আর আন্দোলনের কেন্দ্র হবে ঢাকা। মার্চ মাসে ঢাকা ঘেরাও, সচিবালয় ঘেরাও এবং অবস্থান কর্মসূচি আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন বিএনপির নেতারা।
সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত¡াবধায়ক সরকারের দাবিতে রাজপথে শক্ত অবস্থান গড়ে তোলা চেষ্টা করছে বিএনপি। ১০টি বিভাগীয় সমাবেশ, গণঅবস্থান ও গণমিছিলে নেতাকর্মীদের অংশগ্রহণ দেখে আত্মবিশ্বাসী দলটির কেন্দ্রীয় নেতারা। সমমান রাজনৈতিক দলগুলোকেও তারা যুগপৎ কর্মসূচিতে টানার কৌশল নিয়েছে। আপাতত তেল, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির মতো জনসম্পৃক্ত ইস্যুতে কর্মসূচি দিয়ে আন্দোলনের গতি বাড়ানোর চিন্তা বিএনপি নেতাদের।
দলীয় সূত্রগুলো বলছে, আগামী মার্চ মাসে ঢাকা অভিমূখে লংমার্চ ও রোডমার্চ, অবস্থান, ঢাকা ঘেরাও, সচিবালয় ঘেরাও কর্মসূচি নিয়ে আলোচনা চলছে বিএনপি’র নীতি নির্ধারণী পর্যায়ে।
২০১৪ ও ১৮ সালের নির্বাচনের আগে আন্দোলনে খুব একটা সুবিধা করতে পারেনি বিএনপি জোট। সেটা মাথায় রেখেই এবার কর্মসূচি প্রণয়ন করা হচ্ছে বলে জানান বিএনপি’র নীতি নির্ধারকরা।
GM/shimul