নিজস্ব প্রতিবেদক: বিএনপি রাজনীতিকে নষ্ট করেছিলো বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ (সোমবার) দুপুরে ঢাকা উত্তর আওয়ামী লীগের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণের সঙ্গে ভণ্ড রাজনীতি করছে বিএনপি। এর অবসান হতে হবে। টেমস নদীর পাড় থেকে আসা অদৃশ্য নির্দেশে চলা বিএনপি রাজনীতিকে নষ্ট করেছে। এ থেকে বের হয়ে আসতে না পারলে বিএনপি কখনো আন্দোলন ও নির্বাচনে সফল হবে না।
দেশের জনগণ আওয়ামী লীগের সাথে রয়েছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিএনপিকে এখন আর চায় না। আওয়ামী লীগের শাসনামলে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। সরকারের উন্নয়ন দেখে বিএনপি অন্তর্জ্বালায় ভুগছে। আওয়ামী লীগের অন্তর্জ্বালা নেই।
ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৩০০ আসনেই ইভিএম চায়। নির্বাচন কমিশন সামর্থ্য অনুযায়ী ইভিএম দিতে পারে দিবে, তা নিয়ে আপত্তি নেই।
তিনি আরো বলেন, সকল প্রতিষ্ঠান স্বাধীন, দুদক স্বাধীন, ইসি স্বাধীন। আওয়ামী লীগের অনেক এমপি, মন্ত্রী দুদকের মামলায় হাজিরা দিচ্ছেন। বিএনপির সময় আজিজ মার্কা ইলেকশন হয়েছে।
দেশের গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা বিএনপি ধ্বংস করেছে দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা ধ্বংস করেছে। আর মেরামত করেছেন শেখ হাসিনা। বিশ্ব সংকটে বিশ্বের বড় বড় দেশগুলো যেখানে সংকটে সেখানে বাংলাদেশের সুনাম করছে অনেকেই।
rocky/sat