লোডশেডিংয়ে নওগাঁয় বোরো চাষ ব্যাহত

প্রকাশিত: ২৪-০১-২০২৩ ০৮:৩৫

আপডেট: ২৪-০১-২০২৩ ০৯:৩৪

নওগাঁ সংবাদদাতা: নওগাঁয় পুরোদমে শুরু হয়েছে বোরো ধান চাষ। জেলার ১১টি উপজেলায় জমি প্রস্তুত ও ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে সম্প্রতি এসব উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ব্যাহত হবার আশঙ্কা দেখা দিয়েছে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চেয়েছেন চাষীরা। 

নওগাঁর ১১টি উপজেলায় চলছে ইরি-বোরো ধান রোপন। জিরাশাইল, ব্রিআর-২৮, ৪৮, সুবর্ন লতা ও হাইব্রিড জাতের বীজ রোপন করা হচ্ছে। এবছর মৌসুমের শুরুতেই তীব্র ঠাণ্ডা ও ঘনকুয়াশার কারণে ধান লাগাতে কিছুটা দেরি হয়েছে। এরসাথে নতুন করে যোগ হয়েছে বিদ্যুতের ঘনঘন লোডশেডিং। 

কৃষকদের অভিযোগ, নওগাঁ পল­ী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় বর্তমানে দৈনিক বিদ্যুতের চাহিদা ৯৭ মেগাওয়াট। কিন্তু বিদ্যুত মিলছে ৫০ থেকে ৭০ শতাংশ। এতে প্রতিদিন ৫ থেকে ৬ বার লোডশেডিংয়ে সেচ কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। পিছিয়ে পড়ছে ধান রোপন। একইসাথে দেখা দিয়েছে শ্রমিক সংকট।  

এভাবে চলতে থাকলে চলতি মৌসুমে বোরোর আবাদ ব্যাহত হবার আশঙ্কা কৃষকদের। তবে শিগগিরই চলমান সংকট কেটে যাবে বলে আশ্বস্ত করলেন নওগাঁ বিদ্যুৎ সমিতি-১ এর মহাব্যবস্থাপক রবিউল হক। যেকোনো পরিস্থিতিতে জমিতে সেচকাজ নির্বিঘ্ন রাখার চেষ্টা অব্যাহত আছে বলে জানালেন জেলার কৃষি কর্মকর্তা আবু হোসেন।

কৃষি বিভাগের তথ্য মতে, নওগাঁয় ১ লাখ ৮৯ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। যা থেকে প্রায় সাড়ে ১২ লাখ মেট্রিক টন ধান পাওয়ার আশা করছের কৃষি কর্মকর্তারা।

lamia/sharif