আন্তর্জাতিক ডেস্ক: পার্লামেন্টের আইনপ্রণেতার সাথে মতবিরোধের জেরে পদত্যাগ করেছে কুয়েতের মন্ত্রীসভার সদস্যরা। ঋণ এবং ত্রাণ বিল নিয়ে বেশ কিছুদিন থেকেই বিরোধী নেতৃত্বাধীন পার্লামেন্টের আইনপ্রণেতাদের সাথে বিবাদ চলছিলো দেশটির মন্ত্রীসভার সদস্যদের।
এর আগে স্থানীয় সময় রোববার (২২শে জানুয়ারী) দেশটির ক্রাউন প্রিন্সের কাছে মন্ত্রীসভার পদত্যাগ পত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ আহমেদ নাওয়াজ আল সাবাহ। আজ দেশটির পার্লামেন্টে অধিবেশন আহ্বান করার কথা ছিলো।
পার্লামেন্ট ও মন্ত্রীসভার মতবিরোধের কারণে বারবার হোঁচট খাচ্ছে কুয়েতের গণতান্ত্রিক প্রক্রিয়া। ২০২২ সালের সেপ্টেম্বরে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। এনিয়ে গত এক দশকে দেশটিতে ছয় বার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর ছয় মাসের মধ্যে এটি ছিলো দেশটিতে গঠিত তৃতীয় মন্ত্রীসভা।
shamima/shimul