৩০ টাকায় মেট্রোরেলে ভ্রমণ

প্রকাশিত: ২৫-০১-২০২৩ ০৯:১৭

আপডেট: ২৫-০১-২০২৩ ০৯:১৭

নিজস্ব প্রতিবেদক: আজ (বুধবার) থেকে চালু করা করা হয়েছে মেট্টোরেলের রাজধানীর পল্লবী স্টেশনের দুয়ার। স্টেশনটি আগারগাঁও ও উত্তরা  উত্তর স্টেশনের মাঝখানে। ফলে এখন থেকে কোনো যাত্রী উত্তরা থেকে পল্লবী পর্যন্ত ভ্রমণ করতে চাইলে ৩০ টাকা দিয়ে ভ্রমণ করতে পারবেন।

অন্যদিকে কেউ পল্লবী থেকে আগারগাঁও স্টেশনে ভ্রমণ করতে চাইলে ৩০ টাকা খরচ করে ভ্রমণ করতে পারবেন।  ডিএমটিসিএল এর চার্ট অনুযায়ী উত্তরা উত্তর থেকে উত্তরা সেন্টার স্টেশনের ভাড়া ২০ টাকা। উত্তরা উত্তর থেকে উত্তরা দক্ষিণ স্টেশনের ভাড়াও ২০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে এই পথে চড়তে ৬০ টাকা গুনতে হতো যাত্রীদের। রুটের দুই প্রান্তে দুই স্টেশন চালু করার মাধ্যমে ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে ৬০ টাকা খরচ হতো যাত্রীদের। ৬০ টাকার কমে মেট্রোরেল ভ্রমণ করা যেত না। কিন্তু পল্লবী স্টেশন খুলে দেওয়ার পর সেই ভাড়া গুনতে হচ্ছে না এই পথের যাত্রীদের।

অন্যদিকে উত্তরা উত্তর থেকে পল্লবী স্টেশন পর্যন্ত ভাড়া ধরা হয়েছে ৩০ টাকা। এছাড়া একই পরিমাণ ভাড়া দিয়ে মিরপুর ১১ নম্বর স্টেশন পর্যন্ত ভ্রমণ করা যাবে। তবে উত্তরা উত্তর থেকে মিরপুর ১০ ও কাজীপাড়া স্টেশন পর্যন্ত ভ্রমণে গুনতে হবে ৪০ টাকা।উত্তরা উত্তর থেকে শেওড়াপাড়া পর্যন্ত ৫০ ও আগারগাঁও পর্যন্ত ৬০ টাকা গুনতে হবে। 

ভাড়া নির্ধারণ প্রসঙ্গে ডিএমটিসিএল-এর এক ঊর্ধতন কর্মকর্তার বরাতে কয়েকটি সংবাদমাধ্যম জানায়,‘ পূর্ব নির্ধারিত চার্ট দেখেই ভাড়া নেওয়া হবে। ফলে উত্তরা উত্তরা থেকে পল্লবীর যে ভাড়া তাই নেওয়া হবে। একইভাবে আগারগাঁও থেকে পল্লবীর যে ভাড়া তাই নির্ধারণ করা হয়েছে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ১১ দশমিক ৭৩ কিলোমিটার পথে স্টেশন রয়েছে মোট নয়টি। এর মধ্যে রয়েছে- উত্তরা উত্তর (দিয়াবাড়ী), উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া ও আগারগাঁও।

Mustafiz/sharif