৪ ফেব্রুয়ারি সারাদেশে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ২৫-০১-২০২৩ ১৮:১৩

আপডেট: ২৫-০১-২০২৩ ২০:৪৮

নিজস্ব প্রতিবেদক: তামাশা তৈরি করে আবারও একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে আওয়ামী লীগ। জনগনকে সাথে নিয়ে ক্ষমতাসীনদের এবারের চক্রান্ত প্রতিরোধের ঘোষণা দিয়েছে বিএনপি।  আজ বুধবার (২৫শে জানুয়ারি) নয়াপল্টনে বিক্ষোভ সমাবেশে দলটির সিনিয়র নেতারা বলেন, ১০দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। আটক নেতাকর্মীদের মুক্তি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে ৪ঠা ফেব্রুয়ারি সারাদেশে বিভাগীয় শহরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয় ।

গণতন্ত্র প্রতিষ্ঠায় সরকার পতনে ১০দফাসহ বিদ্যুতের দাম কমানোর দাবিতে রাজধানীর নয়াপল্টনে আজ বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর বিএনপি। এতে দলটির সিনিয়র নেতারা অভিযোগ করেন, আওয়ামী লীগ নিজেদের স্বার্থে গত ১৪ বছরে পরিকল্পিতভাবে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা নস্যাৎ করেছে।

বিএনপি নেতারা বলেন, সরকার ভীত হয়ে বিরোধী দলের কর্মসূচি নিয়ে বিভ্রান্তমূলক বক্তব্য ছড়াচ্ছে। গ্রেপ্তার করে তাদের আন্দোলন দমাতে চাইছে।

সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্ষমতাসীন দল দেশকে পৈতৃক সম্পত্তি ভেবে অবাধে লুটপাট চালিয়ে মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই পদে ক্ষমতার ভারসাম্য আনতে চান তারা।

মির্জা ফখরুল বলেন, দেশ চালাতে ব্যর্থ সরকার সহজে ক্ষমতা ছাড়বে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সামনে কঠিন সময় উল্লেখ করে দ্বিধাদ্বন্দ্ব ভুলে সাংগঠনিকভাবে আরও শক্তি সঞ্চয় করে রাজপথ দখলে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান, বিএনপির সিনিয়র নেতারা।

 

GM/shimul