কুল-বিএসজেএ মিডিয়া কাপে চ্যাম্পিয়ন বৈশাখী টিভি

প্রকাশিত: ২৫-০১-২০২৩ ১৯:১০

আপডেট: ২৫-০১-২০২৩ ২১:০৯

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এসোসিয়েশন আয়োজিত কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের শিরোপা জিতেছে বৈশাখী টেলিভিশন। বাফুফে ভবন সংলগ্ন অ্যাস্ট্রো টার্ফ মাঠে ফাইনালে দেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বৈশাখী টেলিভিশন টাইব্রেকারে হারিয়েছে চ্যানেল আইকে। 

নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র ছিলো। চ্যানেল আই খেলার প্রথমার্ধে এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে শাহ আলমের গোলে বৈশাখী টেলিভিশন ম্যাচে সমতা আনে। পরে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে চ্যানেল আই দুইটি শটে গোল করতে ব্যর্থ হয়। তাতে ৪-২ গোলে জয় নিয়ে শিরোপা উল্লাসে মেতে ওঠে বৈশাখী টেলিভিশন। 

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক শেখ মোহাম্মদ আসলাম চ্যাম্পিয়ন বৈশাখী টেলিভিশনের খেলোয়াড়দের হাতে পুরষ্কার বিতরণ করেন। বৈশাখী টেলিভিশনের রাকিব ফাইনালের সেরা খেলোয়াড় হন। 

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব মার্কেটিং জেসমিন জামান উপস্থিত ছিলেন। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের ৩২টি মিডিয়া হাউস অংশ নেয়। 

 

SMS/shimul