ক্রীড়া ডেস্ক: দুই দিন বিরতির পর (শুক্রবার) থেকে সিলেটে শুরু হতে যাচ্ছে বিপিএল ক্রিকেট। এবারের আসরে বেশ আলো ছড়াচ্ছেন দেশিয় ক্রিকেটাররা। এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রহকারী বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। আর বল হাতে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় রয়েছে ওয়াহাব রিয়াজ। এদিকে, ৭ ম্যাচে ৬ জয় নিয়ে এখন পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিলেট স্ট্রাইকার্স।
ঢাকা ও চট্টগ্রামের পর এখন সিলেটে শুরু হতে যাচ্ছে বিপিএল ক্রিকেট। (শুক্রবার) থেকে সেখানে মাঠে গড়াবে ম্যাচ। বিপিএলের নবম সংস্করণে এসে মিরপুরের হোম অব ক্রিকেটে কেটেছে রানের খরা। আলো ছড়িয়েছেন দেশিয় ক্রিকেটাররা। সঙ্গে প্রথা ভেঙ্গে পেসাররাও পাচ্ছেন সুবিধা।
বিপিএল ক্রিকেটে এখন পর্যন্ত ২৪ টি ম্যাচ মাঠে গড়িয়েছে। যেখানে সবচেয়ে বেশী জয় সিলেটের। সাত ম্যাচে ছয় জয়ে ১২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে মাশরাফি বাহিনী। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে সাকিবের বরিশাল রয়েছে দ্বিতীয় অবস্থানে। আর ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে কুমিলা ও ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থান রয়েছে রংপুর।
ব্যাট হাতে এবারের বিপিএলে ঝড় তুলছে দেশীয় ক্রিকেটারা। ৭ ম্যাচ খেলে ১৯২ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ৩০৪ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারীর শীর্ষে রয়েছে বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। এক ম্যাচ বেশী খেলে ২৯১ রান করে দ্বিতীয় অবস্থানে নাসির হোসেন। আর ২৮১ রান নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন সিলেটের ওপেনার নাজমুল হোসেন শান্ত।
ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও রয়েছে দেশী ক্রিকেটারদের আধিপত্য। বিদেশী একমাত্র ক্রিকেটার ওয়াহাব রিয়াজ ৬ ম্যাচে ১২ উইকেট নিয়ে রয়েছেন শীর্ষ উইকেট শিকারির তালিকায়। এরপর ১১ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নাসির হোসেন। সমান ১০ উইকেট নিয়ে তৃতীয় তাসকিন ও চতুর্থ অবস্থানে আলামিন হোসেন।
সিলেট পর্বের প্রথম ম্যাচে দুপুর দুইটায় সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় মাঠে নামবে চট্টগ্রাম ও বরিশাল।
Saju/shimul