‘বেকারত্ব বাড়াতে গ্যাসের দাম বৃদ্ধি’

প্রকাশিত: ২৬-০১-২০২৩ ০০:৫৬

আপডেট: ২৬-০১-২০২৩ ০০:৫৬

রাজশাহী সংবাদদাতা: বাংলাদেশের মানুষকে বেকার করার জন্য গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। বুধবার বেলা সাড়ে ৩ টায় গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে রাজশাহী নগরীর ভূবনমোহন পার্কে বিক্ষোভ-সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বাংলাদেশের মানুষকে বেকার করার জন্য কদিন আগে গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে ১৭০ শতাংশ। এই গ্যাস দিয়ে বাংলাদেশের কোন মিল কারখানা চলবে না। ফলে বেরাকত্ব আরও বাড়বে! সেই জন্যই আমরা এই সরকারের পতনের জন্য আন্দোলন করছি।’

বিএনপির ১০ দফা পূরণ করার জন্য আগামী চৌঠা ফেব্রুয়ারি বিভাগীয় সমাবেশ করা হবে বলে জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস বন্ধ করে টাকা আর বিরিয়ানির প্যাকেট দিয়ে রাজশাহীতে আগামী ২৯শে জানুয়ারি প্রধানমন্ত্রীর জনসভা করে ক্ষমতা রক্ষা করতে পারবে না। রাজপথ দখল করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা হবে।

 

rocky/habib