সরকারকে বিদায় করবে জনগণ: খসরু

প্রকাশিত: ২৬-০১-২০২৩ ০০:৫৭

আপডেট: ২৬-০১-২০২৩ ০০:৫৭

চট্টগ্রাম প্রতিবেদক: জনগণ আওয়ামী লীগ সরকারকে বিদায় করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বুধবার চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ছাড়া বিএনপিকে আন্দোলন থেকে হঠানো যাবে না। 

আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে রক্ষী বাহিনীতে রূপান্তরিত না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের বিরুদ্ধে অবস্থান নেবেন না। জনগণের ক্রোধ-রাগ একবার শুরু হলে কেউ ছাড় পাবেন না।

এ সময় আরও বক্তব্য রাখেন, বিএনপি নেতা আবু সুফিয়ানসহ কেন্দ্রীয় ও চট্টগ্রামের স্থানীয় নেতারা ।

 

rocky/habib