ক্রীড়া ডেস্ক: রিয়াল সোসিয়াদেদকে হারিয়ে স্প্যানিশ কোপা দেল রের সেমিফাইনালে উঠেছে বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে বুধবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ১-০ গোলের জয় পেয়েছে জাভি হার্নান্দেজের দল।
ঘরের মাঠে শুরু থেকেই প্রতিপক্ষের উপর চাপ বাড়ায় বার্সা। ম্যাচের চতুর্থ মিনিটে বালদের শট চলে যায় গোলবারের উপর দিয়ে। তিন মিনিট পর লেভানডস্কির শট ফিরে আসে সোসিয়াদেদের রক্ষণে প্রতিহত হয়ে। ম্যাচের ১৫তম মিনিটে পেদ্রির শট ঠেকান গোলরক্ষক।
বার্সার আক্রমণে কোনঠাসা সোসিয়াদেদ প্রথম আক্রমণ হানে ৩০তম মিনিটে। তাকাফুসা কুবোর শট বারের বাইওে দিয়ে চলে যায়। মিনিট দশেক পর বড় ভুল করে বসে সফরকারীরা। বার্সাকে প্রতিহত করতে গিয়ে লালকার্ড দেখেন ব্রেস মেন্ডেজ। তাতে দশজনের দলে পরিণত হয় সোসিয়াদেদ। তবে দশজনের দল নিয়ে প্রথমার্ধ গোলশূন্য সমতায় শেষ করে তারা।
বিরতির পর মাঠে নেমেই গোলের দেখা পায় বার্সা। দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে জুলস কুন্দের পাস ধরে ডানদিক দিয়ে ক্ষিপ্র গতিতে বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে দারুণ শটে দলকে এগিয়ে নেন দেম্বেলে। গোলরক্ষক বলে হাত ছোঁয়ালেও রুখতে পারেননি।
ম্যাচের বাকি সময়েও বেশকিছু আক্রমণ করে বার্সা। বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য করলেও গোলের দেখা পায়নি। রিয়াল সোসিয়াদেদ গোটা ম্যাচে শট লক্ষ্যে রাখতে পেরেছে দু'টি। দু'বারই তা প্রতিহত করেন টার স্টেগান। তাতে ১-০ গোলের জয় পায় বার্সেলোনা।
rocky/sharif