ক্রীড়া ডেস্ক: ইংলিশ কারাবাও কাপের সেমিফাইনালের প্রথম লেগে নটিংহ্যাম ফরেস্টকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বুধবার রাতে দ্যা সিটি গ্রাউন্ডে মার্কাস রাশফোর্ড, উট উইহর্স্ট ও ব্রুনো ফার্নান্দেজের গোলে জয় পায় ম্যানইউ।
প্রতিপক্ষের মাঠে খেলতে নেমে প্রথম আক্রমণেই গোলের দেখা পায় ম্যানইউ। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর বাড়ানো বল ডি বক্সে পেয়ে যান মার্কাস রাশফোর্ড। কোনো ভুল না করে বাঁম পায়ের শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ স্ট্রাইকার।
মিনিট দুয়েক পর আবার সুযোগ আসে ম্যানইউর কাছে। তবে এই যাত্রায় অ্যান্টনির শট লক্ষ্যভ্রস্ট হয়। ১৩তম মিনিটে আবারো সুযোগ পান অ্যান্টনি। তবে এবারো বল লক্ষ্যে রাখতে পারেননি তিনি।
ম্যাচের ২৩তম মিনিটে প্রথম সুযোগ আসে নটিংহ্যামের কাছে। প্রথম সুযোগেই দলকে সমতায় ফেরান স্যাম সুরিজ। তবে ভিআরে অফসাইড ধরা পড়লে বাতিল হয় তার গোলটি। ম্যাচের বিরতির বাঁশি বাজার আগমুহূর্তে ব্যবধান বাড়ায় ম্যানইউ। রেড ডেভিভদেও হয়ে গোল করেন উইহর্স্ট।
বিরতি থেকে ফিরে আক্রমণে গতি বাড়ায় নটিংহ্যাম। তবে ম্যানইউর জমাট রক্ষণে বারবার বাধা পায় তারা। ৫৫ ও ৬০ মিনিটে মরগান গিবসের পরপর দুই আক্রমণ প্রতিহতের পর ৭৪ মিনিটে ম্যানইউ হতাশ করে জেসে ল্যাংগার্ডকে। উল্টো ম্যাচের ৮৯ মিনিটে তৃতীয় গোল খেয়ে বসে তারা। অ্যান্থনি এলাঙ্গার পাস থেকে গোল দিয়ে দলকে ফাইনালের দ্বারপ্রান্তে নিয়ে যান ব্রুনো ফার্নান্দেজ।
rocky/sharif