আখাউড়ায় মোটরসাইকেল চাপায় বৃদ্ধা নিহত

প্রকাশিত: ২৬-০১-২০২৩ ১০:৫০

আপডেট: ২৬-০১-২০২৩ ১০:৫০

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোটরসাইকেল চাপায় সখিনা খাতুন (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। গতকাল বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় উপজেলার গঙ্গাসাগর-আখাউড়া সড়কের মুগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামে দুর্ঘটনা ঘটে। 

নিহত সখিনা বেগম উপজেলার গঙ্গাসাগর-আখাউড়া এলাকার সুবহান মিয়ার স্ত্রী।

পুলিশ জানায়, সখিনা বেগম সড়কের পাশ দিয়ে হেঁটে গঙ্গাসাগর থেকে আখাউড়া সদরের দিকে যাচ্ছিলেন। পথে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

kanij/sharif