পাবনা সংবাদদাতা: পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় অপু বিশ্বাস (২৭) নামে এক আরএফএল কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫শে জানুয়ারি) রাতে উপজেলার দাশুড়িয়া নতুন ট্রাফিকমোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অপু বিশ্বাস মাগুরা সদর থানার হাট মালঞ্চী এলাকার শ্রী অনাথ বিশ্বাসের ছেলে এবং আরএফএল কোম্পানির পাবনা জেলার একাংশ (ঈশ্বরদী-ঘড়িয়া-চাটমোহর উপজেলার) এসআর হিসেবে নিযুক্ত ছিলেন।
পুলিশ জানায়, গতকাল কাজ শেষে রাতে ঈশ্বরদীতে তার ভাড়া বাসায় ফেরার পথে দাশুড়িয়া নতুন ট্রাফিক মোড় এলাকায় গ্যাস পাম্পের সামনে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি সিএনজি তাকে ধাক্কা দেয়।
এসময় রাস্তায় ছিটকে পড়লে কাঠ ভর্তি একটি গাড়ি অপুকে পিষ্টকরে দ্রুত পালিয়ে যায়।স্থানীয়রা অপুকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
kanij/sharif