নিজস্ব প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবি আদায়ে ঢাকায় চারদিনের পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বিএনপির পক্ষে এই পদযাত্রা কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ২৮শে জানুয়ারি থেকে শুরু হয়ে এই পদযাত্রা চলবে পহেলা ফেব্রুয়ারি পর্যন্ত।
আজ (বৃহস্পতিবার) নয়াপল্টনে বিএনপির সংবাদ সম্মেলনে একথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ১০ দফা দাবি আদায়ে রাজধানীতে পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ। এসময় তিনি পদযাত্রার জন্য নির্ধারিত এলাকার নামও জানান।
ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা আগামী ২৮শে জানুয়ারি দুপুর ২টায় বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে মালিবাগ আবুল হোটেল পর্যন্ত গড়াবে এবং ৩১ শে জানুয়ারি দুপুর ২টায় গাবতলী থেকে শুরু হয়ে মাজার রোড হয়ে মিরপুর ১০নম্বর গোল চত্বরে গিয়ে শেষ হবে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা আগামী ৩০শে জানুয়ারি দুপুর ২টায় যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে শ্যামপুর পর্যন্ত গড়াবে এবং ১লা ফেব্রুয়ারি দুপুর ২টায় মুগদা থেকে শুরু হয়ে মালিবাগ গিয়ে শেষ হবে । মির্জ ফখরুল বলেন, এই পদযাত্রা শান্তিপূর্ণভাবে সমাপ্ত হবে, এসময় জনগণকে স্বতস্ফুর্তভাবে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের দাবিতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হচ্ছে। নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। হাইকোর্ট থেকে জামিন নিয়ে নিম্ন আদালতে গেলে তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়। এতে প্রমাণ হয় নিম্ন আদালত সরকারের নিয়ন্ত্রণে চলছে। নির্যাতন নিপীড়ন ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে সরকার। বিএনপির আন্দোলন নিয়ে আওয়ামী লীগ নেতারা যাই বলুক, সরকারের বক্তব্যের জবাব দেয়া হবে রাজপথে। বিএনপির এই কর্মসূচি যুগপৎভাবে পালন করা হবে বলেও ঘোষণা দেন ফখরুল।
GM/sharif