আইবিএমের ৩৯০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা

প্রকাশিত: ২৬-০১-২০২৩ ১৩:৫৮

আপডেট: ২৬-০১-২০২৩ ১৩:৫৮

আন্তর্জাতিক ডেস্ক: মেটা, অ্যামাজনের পর এবার কর্মী ছাঁটাইয়ে নামছে আইবিএম। এক প্রতিবেদনে এতথ্য নিশ্চিত করেছে বার্তাসংস্থা রয়টার্স। আইবিএমের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) জেমস কাভানাহ রয়টার্সকে বলেন, বড় ধরণের ছাঁটাইয়ের পরও গ্রাহকমুখী গবেষণার জন্য এখনও প্রতিশ্রুতিবদ্ধ কোম্পানিটি।

গণকর্মী ছাঁটাইয়ের ঘোষণা যেন অনেকটা স্বাভাবিক প্রক্রিয়ায় রুপ টেক জায়ান্ট কোম্পানিগুলোর জন্য। মেটা, অ্যামাজনসহ আরও কিছু কোম্পানির হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণার পর এবার একই পথে হাঁটলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কভিত্তিক বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনসে মেশিন (আইবিএম) করপোরেশন।

স্থানীয় সময় গতকাল (বুধবার) ৩ হাজার ৯০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। নগদ অর্থের বার্ষিক রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় এই পদক্ষেপ প্রতিষ্ঠানটির। ছাঁটাইয়ের ঘোষণার পর পুঁজিবাজারে আইবিএমের শেয়ারের ২ শতাংশ দরপতন হয়েছে।

বিশ্লেষকরা তারল্যের রিজার্ভের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়া এবং শেয়ারদরের পতনকেই এই কর্মীছঁটাইয়ের বড় কারণ বলে মনে করছেন। অর্থবাজারবিষয়ক সাইট ইনভেস্টিং ডটকমের মতে, আইবিএমের কাছে ব্যয় সংকোচনের আরও কড়া পদক্ষেপ আশা করেছিলেন বিনিয়োগকারীরা।

গতবছরের জন্য তারল্যের বার্ষিক রিজার্ভের লক্ষ্যমাত্রা ১ হাজার কোটি ডলার নির্ধারণ করেছিল আইবিএম, তবে কোম্পানিটি ৯৩০ কোটি ডলার রিজার্ভ রাখতে সক্ষম হয়েছিল।

Prottay/sharif