আন্তর্জাতিক ডেস্ক: নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ভারতে উদযাপিত হচ্ছে ৭৪তম প্রজাতন্ত্র দিবস। এ উপলক্ষ্যে শহীদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে দিলির রাজপথে প্যারেড স্কয়ারে ২৫ বার তোপধ্বনির মধ্যদিয়ে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ।
লাল কেল্লা হয়ে তা শেষ হয় কর্তব্যপথে। নাম বদলে রাজপথকে ‘কর্তব্যপথ’ করার পর এই প্রথমবার সেখানে প্রজাতন্ত্রের কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। রাষ্ট্রীয় এই অনুষ্ঠানের উদ্বোধন করেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিমান এবং হেলিকপ্টারে ‘ফ্লাইপাস্ট’ ছিল কুচকাওয়াজের বিশেষ আকর্ষণ। দিবসটি উদযাপনে কলকাতার রেডরোডেও চলছে নানা আয়োজন। প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আছেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি।
hasna/sharif