নিউইয়র্কে শতকণ্ঠে বাংলা বর্ষবরণের ঘোষণা

প্রকাশিত: ২৬-০১-২০২৩ ১৫:০৮

আপডেট: ২৬-০১-২০২৩ ১৫:০৮

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের আদলে আয়োজিত হবে শতকণ্ঠে ‌বর্ষবরণ অনুষ্ঠান। নিউইয়র্কের সাহিত্য-সংস্কৃতিমনা আলোকিত দেড়শতাধিক মানুষ আগামী ১৪ই এপ্রিল থেকে ১৬ই এপ্রিল এই শতকণ্ঠে বর্ষবরণের ঘোষণা দিয়েছেন। গত শনিবার (২১শে জানুয়ারি) নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে সবার পক্ষ থেকে এই ঘোষণা দেন প্রবীণ সাংবাদিক ফজলুর রহমান। 

বর্ষবরণের ঘোষণার পর তিন ঘন্টাব্যাপী চলে উদ্বোধনী অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা ও শতকন্ঠে বর্ষবরণের মহড়া। এই মহড়া পরিচালনা করেন মহীতোষ তালুকদার তাপস। নিউইয়র্কের সক্রিয় প্রগতিশীল সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এর আয়োজন করছে এনআরবি ওয়ার্ল্ডওয়াইড। 

এপ্রিলে অনুষ্ঠিতব্য বৈশাখী আয়োজনে থাকবে পাপেট শো, যাত্রাপালা, পুঁথিগান, কবির লড়াই, বায়োস্কোপসহ হাজার বছরের বাঙালি সংস্কৃতির নানা উপস্থাপনা।

শতকণ্ঠে বর্ষবরণের ব্যাপারে এনআরবি ওয়ার্ল্ডওয়াইডের প্রেসিডেন্ট বিশ্বজিত সাহা বলেন, ১৪৩০ সালের ভোরের সূর্যোদয়ের সাথে রমনার বটমূলের আদলে শতকন্ঠে বর্ষবরণ করা হবে। থাকবে মঙ্গল শোভাযাত্রার ব্যাপক আয়োজন। দু'দিনব্যাপী থাকবে চিরায়ত বাংলার বৈশাখী মেলা।

উদ্বোধনী অনুষ্ঠানের পরিচালক মহীতোষ তালুকদার তাপস বলেন, প্রথম মহড়ায় নিউ ইয়র্কের সাহিত্য-সংস্কৃতি প্রেমী মানুষরা বাংলা বর্ষবরণের জন্য যে ভালোবাসা দেখিয়েছেন তাতে আমরা অনুপ্রাণিত হয়েছি।

এবারের বৈশাখ উদযাপনে নিউইয়র্কের মানুষের ব্যাপক উপস্থিতি আশা করছেন আয়োজকরা। যথাসময়ে বর্ষবরণের এই আয়োজনে সকলের সক্রিয় অংশগ্রহণ কামনা করছে উদযাপন পর্ষদ।

Prottay/sharif