লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধা সাবেক অধ্যক্ষ এম ওয়াজেদ আলীকে হত্যার প্রতিবাদে পাটগ্রাম মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জেলা মুক্তি যোদ্ধা কমান্ড। বৃহস্পতিবার সকালে পাটগ্রাম উপজেলার চৌরঙ্গী মোড়ে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, অবিলম্বে খুনীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। এই বিক্ষোভ সমাবেশে পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিসহ সর্বস্তরের হাজার হাজার মানুষ অংশ নেয়। উল্লেখ্য, গত ২০শে জানুয়ারি রাতে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
AR/sharif