হিলি সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ আয়োজনকে ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। দুই দিনের এই প্রতিযোগিতা দেখতে ভিড় করেন হাজারো মানুষ। বসে গ্রামীণ মেলাও। প্রতিযোগিতায় আশেপাশের বিভিন্ন জেলা থেকে ৪০টি ঘোড়া অংশ নেয়।
গ্রামীণ জনপদে হাজারো মানুষের এই উচ্ছ্বাস ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে। দিনাজপুরের ঘোড়াঘাটের সিংড়া ইউনিয়নের রামপুর টুবঘড়িয়ার আব্দুল্লাহপাড়ায় মঙ্গলবার শুরু হয় দুদিনব্যাপী এই প্রতিযোগিতা। ঘোড়দৌড়কে ঘিরে এলাকাটিতে বসে গ্রামীণ মেলাও।
দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়াসহ আশেপাশে জেলা থেকে ৪০টি ঘোড়া নিয়ে প্রতিযোগীরা অংশ নেয়। দীর্ঘদিন পরে এমন আয়োজন দেখতে পেরে খুশি দর্শকরা।
গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে পুনরুদ্ধার করতে ও মাদক থেকে যুব সমাজকে দূরে রাখতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বলে জানান আয়োজকরা।
ভবিষ্যতে এমন আয়োজনে পৃষ্ঠপোষকতা করার প্রতিশ্রুতি দিলেন সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন।
দুদিনের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Nishat/Bodiar