নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও ভ্রাম্যমাণ আদালত।
আজ বৃহস্পতিবার রাজধানীর মিরপুর ও কল্যাণপুরের বিভিন্ন বাসাবাড়ি ও কারখানায় এই অভিযান চালানো হয়।
রাজধানীর মিরপুর ৬ নম্বরের এ ব¬কের দুই নম্বর রোডের ৯ তলা ভবন এটি। পাঁচবছর আগে এটি নির্মাণ করা হয়। নতুন কোন আবাসিক ভবনে পাইপ লাইনে গ্যাসের সংযোগ দেয়া হচ্ছে না বিষয়টি সবারই জানা। কিন্তু এই ভবনের ২১টি ফ্ল্যাটেই গ্যাস সংযোগ আছে।
সকালে নির্বাহী ম্যাজিট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ ওই ভবনে অভিযান চালায়। এসময় ভবনের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অ্যাপার্টমেন্ট মালিক ও ভাড়াটিয়ারা জানায়, তাঁরা নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেছে। হাউজিং কোম্পানীই এই অবৈধ সংযোগ দিয়েছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিরপুর ও কল্যাণপুরে ৬টি আবাসিক ভবনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এছাড়া একটি ডায়িং কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করা হয়েছে। জরিমানা করা হয়েছে বেকারি কারখানায়।
গেলো একবছরে আবাসিক ও বাণিজ্যিক মিলে মোট ৪ হাজার ৫৭৭টি অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।
FM/Bodiar