মানবপাচারের হটস্পট সুন্দরবন!

প্রকাশিত: ২৬-০১-২০২৩ ২০:৩১

আপডেট: ২৬-০১-২০২৩ ২০:৩১

নিজস্ব প্রতিবেদক: জালবায়ুর পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উদ্বাস্তুরা বেশি মানবপাচারের শিকার হচ্ছে। 

আজ (বৃহস্পতিবার) জাতিসংঘের মানবপাচার বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।  সকালে রাজধানীর বনানীর একটি হোটেলে এ প্রতিবেদন প্রকাশ করা হয়।  

বাংলাদেশ নিয়ে জাতিসংঘের সংগ্রহ করা তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন অঞ্চল থেকে বেশি মানুষ পাচারের শিকার হয়েছে। 

বাংলাদেশ ও ভারতের এই বনাঞ্চলকে মানবপাচারের হটস্পট বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানসহ জাতিসংঘ মানবপাচার বিষয়ক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

 

Azmi/Bodiar