ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়তে পারে

প্রকাশিত: ২৬-০১-২০২৩ ২০:৪৫

আপডেট: ২৬-০১-২০২৩ ২০:৪৫

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলমান ইভিএম প্রকল্পের মেয়াদ ৬ মাস থেকে ১ বছর বাড়াতে প্রস্তাব দিবে প্রকল্প সংশ্লিষ্টরা। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে চলতি বছরের জুনে।

আজ (বৃহস্পতিবার) দুপুরে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব জানান ইভিএম প্রকল্পের পরিচালক সৈয়দ রাকিবুল হাসান।

এসময় তিনি জানান, পুরনো ইভিএমগুলোর যাচাই-বাছাই করা হচ্ছে। ত্রুটিপূর্ণ ইভিএমগুলো সারানোর জন্য বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি-বিএমটিএফে পাঠানো হচ্ছে। 

 

KFA/Bodiar