নারী ফুটবলের পাশে এবিজি বসুন্ধরা

প্রকাশিত: ২৬-০১-২০২৩ ২১:১৪

আপডেট: ২৬-০১-২০২৩ ২১:১৪

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশের জাতীয় নারী ফুটবল দলের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হলো বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি লিমিটেড। 

আজ (বৃহস্পতিবার) বাফুফের নারী ফুটবল দলের পক্ষে মাহফুজা আক্তার কিরণ ও এবিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর চুক্তিপত্রে সই করেন। 

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এবিজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে এই চুক্তি সই হয়।

যার মেয়াদ তিন বছর। চুক্তির ৭০ শতাংশ অর্থ ব্যয় করা হবে জাতীয় নারী ফুটবল দলে ও ৩০ শতাংশ অর্থ ব্যয় হবে ওমেন্স লিগে।

সাফ জয়ের পর একের পর এক উষ্ণ অভ্যর্থনায় সিক্ত নারী ফুটবল দল। এবার দেশের নারী ফুটবলকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তিন বছরের জন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হিসেবে চুক্তিবদ্ধ হলো বসুন্ধরা গ্র“পের প্রতিষ্ঠান এবিজি লিমিটেড। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আগামী দিনে দেশের ফুটবলের সাফল্য কামানা করা হয়। ফুটবলে বাংলাদেশের মেয়েদের সাফল্য আরও এগিয়ে নিতে আগ্রহ প্রকাশ করেন বসুন্ধরা কিংস এর চেয়ারম্যান ইমরুল হাসানসহ পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

এমন পৃষ্ঠপোষকতা দেশের ফুটবলকে আরও এগিয়ে নেবে বলে মনে করেন জাতীয় মহিলা ফুটবল দলের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরন।

 

SI/Bodiar