ন্যাটো-রাশিয়ার যুদ্ধের সম্ভাবনা নেই- যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ২৬-০১-২০২৩ ২২:৪৬

আপডেট: ২৬-০১-২০২৩ ২২:৪৬

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন ইস্যুকে ঘিরে ন্যাটো ও রাশিয়ার যুদ্ধের সম্ভাবনা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে দেয়া সামরিক সহায়তার জেরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক জোট ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্পর্ক তিক্ততার চরম পর্যায়ে পৌঁছেছে। তবে জোটের সঙ্গে রুশ বাহিনীর সংঘাতের কোনো সম্ভাবনা দেখছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউস।

স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের হোয়াইট হাউস প্রতিনিধি জন কিরবি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি যে, ন্যাটো ও রাশিয়ার মধ্যে সংঘাতের কোনো সম্ভাবনা বর্তমানে বা নিকট ভবিষ্যতে নেই। রাশিয়ার  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ন্যাটোর সঙ্গে রুশ বাহিনীর সংঘাতের যে সম্ভাবনা দেখছেন, সেটিরও ভিত্তি নেই।’

সর্বাধুনিক সামরিক জোট হিসেবে ন্যাটোর শক্তি, মেধা, জনবল ও অন্যান্য সক্ষমতার কোনো অভাব নেই বলেও জানান জন কিরবি। তাই বাইরের কোনো শক্তিকে নিয়ে দুশ্চিন্তার কোনো প্রয়োজনও নেই।

১৯৪৯ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্স বা ন্যাটো নামের সামরিক জোট গড়ে তোলে যুক্তরাষ্ট্র ও তার মিত্র ১১টি দেশ। ন্যাটোর কোনো রাষ্ট্রকে সোভিয়েত ইউনিয়ন বা অন্য কোনো শক্তি হামলা করলে পুরো জোট সেই হামলা প্রতিহত করবে এই লক্ষ্য নিয়েই গড়ে উঠেছিল নর্থ আটলান্টিক ট্রিটি অ্যালায়েন্স। যুক্তরাষ্ট্রের সংবিধানের ৫ নম্বর ধারায় এ ব্যাপারটির উল্লেখও রয়েছে।

 

shamima/Bodiar