দুই যুবক নিহতের ঘটনায় ৩০ বাড়িতে আগুন

প্রকাশিত: ২৭-০১-২০২৩ ০৩:২২

আপডেট: ২৭-০১-২০২৩ ০৩:২২

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরের ঘোড়াঘাটে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে দুই যুবক নিহতের ঘটনার একদিন পর ৩০ বাড়ি পুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষ। বৃহস্পতিবার  বিকেলে ঘোড়াঘাট ইউনিয়নের চুনিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এরপর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো গ্রাম ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে আছে। পুরুষশূন্য হয়ে পড়েছে সব বাড়ি। 

এ ঘটনার খবর পেয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী এবং ঘোড়াঘাটের ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা জানায়, আজ দুপুরে একাকার হায়দার আলীর ছেলে নিহত মনোয়ার হোসেন মিম (২৪) ও ইসমাঈল হোসেনের ছেলে রাকিব হোসেনের (২৩) দাফন সম্পন্ন হয়। এর কিছুক্ষণ পর বেশ কিছু স্থানীয় যুবক সম্মিলিতভাবে বাড়ি বাড়ি গিয়ে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. মনজিল হক বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে পলাশবাড়ী এবং ঘোড়াঘাট স্টেশনের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ করছেন। কতটি ঘর পুড়ে গেছে এখনো বলা যাচ্ছে না। তবে সংখ্যাটি একটু বেশি।’

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির ‘পরিস্থিতি স্বাভাবিক আছে’ দাবি করে বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

Raz/shimul