মিরসরাইতে সহিংসতা বাড়ায় জনমনে আতঙ্ক

প্রকাশিত: ২৭-০১-২০২৩ ০৮:২৯

আপডেট: ২৭-০১-২০২৩ ০৯:১৮

চট্টগ্রাম সংবাদদাতা: চট্টগ্রামের মিরসরাইতে রাজনৈতিক প্রতিপক্ষের মধ্যে প্রায়ই ঘটছে সংঘর্ষ। এতে জনমনে ছড়িয়ে পড়ছে আতঙ্ক। শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে আরো সহনীয় হবার আহ্বান সচেতন মহলের। 

চট্টগ্রামের মিরসরাইতে সম্প্রতি খুন, গুম ও গোলাগুলির ঘটনা বেড়েছে। গেল ৬ মাসে যুবলীগের দুই নেতা খুন হয়েছেন। চলতি মাসের শুরুতে ছাত্রলীগ নেতা-কর্মীদের উপর স্থানীয় এক যুবলীগ নেতা ও তার সমর্থকদের হামলায় ৬ জন গুলিবিদ্ধ হয়। 

সবশেষ গত (মঙ্গলবার) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদীঘি এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির। এসময় দূর্গাপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালায় তারা। এতে ছাত্রলীগ নেতা আনিছসহ ৩ জন আহত হন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে এখনো চিকিৎসাধীন আনিছ।

হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনগুলো মঙ্গলবার বিকেলেই প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এসময় হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

আধিপত্য বিস্তার ও দলাদলির কারণে সহিংসতা বাড়ায় আতঙ্কিত এলাকাবাসী। শান্তি শৃঙ্খলা রক্ষায় রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের সহনীয় হতে এবং প্রশাসনের নজরদারি বাড়ানোর পরামর্শ সচেতন মহলের।

kanij/sharif