অতিথি পাখির কলতানে মুখর জবই বিল

প্রকাশিত: ২৭-০১-২০২৩ ০৮:৩২

আপডেট: ২৭-০১-২০২৩ ০৯:১৮

নওগাঁ সংবাদদাতা: অতিথি পাখির কলতানে মুখর নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল। প্রতিবছর শীত এলেই বিভিন্ন প্রজাতির অতিথি পাখির কলতানে এই বিল মুখরিত হয়। যা দেখতে প্রতিদিনই ভিড় করেন দর্শনার্থীরা। উপজেলা প্রশাসন জানিয়েছেন, বিলটিকে পর্যটকবান্ধব করতে এরইমধ্যে বিভিন্ন উদ্যোগ নেয়া  হয়েছে। 

নওগাঁ শহর থেকে ৭০ কিলোমিটার দূরে সাপাহার উপজেলায় এক বিশাল প্রাকৃতিক জলাভূমি জবই বিল। সারা বছর প্রাণ-প্রকৃতিতে মুখরিত থাকলেও শীতকালে বদলে যায় বিলের পরিবেশ। শীতপ্রধান বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ২৮ প্রজাতির অতিথি পাখির নিরাপদ বিচরণ ভূমিতে পরিণত হয় এই বিল।

পাখি দেখতে এখানে নিয়মিত ভীড় করেন দর্শনার্থীরা। পর্যটকদের সুবিধার জন্য এরই মধ্যে কিছু উদ্যোগ নিয়েছে প্রশাসন। নির্মাণ করা হয়েছে দর্শনার্থীদের জন্য বসার জায়গা। পরিযায়ী পাখির আবাসস্থল রক্ষা এবং নিরাপদ বিচরণ ক্ষেত্র তৈরিতে প্রশাসনের সাথে একহয়ে কাজ করে যাওয়ার আশ্বাস দিলেন স্থানীয় এই পাখি প্রেমী।

এদিকে, জবই বিলের মাছ ও পাখি সংরক্ষণসহ এই এলাকাকে পর্যটক বান্ধব করতে কাজ করছে উপজেলা প্রশাসন। এই বিল কেন্দ্রিক পর্যটনে মানুষকে আগ্রহী করা গেলে স্থানীয়দের জীবন মানের উন্নতি হবে বলে জানান এই কর্মকর্তা।  

অতিথি পাখি শিকার বন্ধে এবং এদের রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

lamia/sharif