ক্রীড়া ডেস্ক: দুইদিন বিরতির পর আজ (শুক্রবার) সিলেটে শুরু হচ্ছে বিপিএল ক্রিকেট। এদিন দুটি খেলা অনুষ্ঠিত হবে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স। আসরে দারুণ ছন্দে রয়েছে মাশরাফির সিলেট। ৭ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে।
অন্যদিকে, এক ম্যাচ কম খেলে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে রংপুর। এই ম্যাচ জিতে শীর্ষস্থান ধরে রাখতে চায় সিলেট। আর পয়েন্ট ব্যবধানে এগিয়ে যাওয়ার লক্ষ্য রংপুরের। শুক্রবার দুপুর দুইটায় শুরু হবে খেলাটি।
অন্যদিকে, সন্ধ্যা সাতটায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। ৭ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে বরিশাল রয়েছে দ্বিতীয় অবস্থানে। অন্যদিকে সমান ম্যাচ খেলে দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে চট্টগ্রাম।
rocky/sharif