ক্রীড়া ডেস্ক: এক সপ্তাহ বিরতি দিয়ে আজ (বৃহস্পতিবার) মাঠে গড়াচ্ছে বিপিএল ফুটবলের সপ্তম রাউন্ড। কুমিল্লা শহীদ ধীরন্দ্রেনাথ দত্ত স্টেডিয়ামে চির প্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনীর মুখোমুখি হবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। আসরের সাত ম্যাচ খেলে তিন জয় ও তিন ড্র করে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা আবাহনী।এই ম্যাচে জয় নিয়ে পয়েন্ট তালিকার উপরে উঠতে চায় আকাশী-নীলরা।
অন্যদিকে, এবারের আসরে তেমন একটা সুবিধা করতে পারেনি মোহামেডান। ঐতিহ্যবাহী এই ক্লাবটি পাঁচ ম্যাচ খেলে এক জয় নিয়ে টেবিলের ষষ্ঠ অবস্থানে রয়েছে। তাই এই ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া মোহামেডান। এইদিকে, ময়মসিংহে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে আজিমপুর উত্তরা। আরেক ম্যাচে রহমগঞ্জের বিপক্ষে মাঠে নামবে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। তিনটি ম্যাচই শুরু হবে বিকাল তিনটায়।
rocky/sharif