অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাবে ইইউ

প্রকাশিত: ২৭-০১-২০২৩ ১০:৪৩

আপডেট: ২৭-০১-২০২৩ ১০:৪৩

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপে বাস করা অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপিয় ইউনিয়ন। এ বিষয়ে আলোচনা করতে গতকাল বৃহস্পতিবার (২৬শে জানুয়ারি) বৈঠকে বসেন ইইউর অভিবাসনবিষয়ক মন্ত্রীরা।

দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো থেকে প্রতিবছর বৈধ-অবৈধ পথে ইউরোপের দেশগুলোতে পাড়ি জমায় বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী। রাজনৈতিক প্রতিহিংসার জেরে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন অনেকে। তবে এবার ভিসা নিয়ে আরও কঠোর হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপে আশ্রয়ের বৈধ কাগজপত্র নেই এমন লোকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর উপায় এবং এই প্রক্রিয়ায় সহযোগিতা না করা দেশগুলোর বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ আরোপ করতে চাইছে আঞ্চলিক জোটটি। 

যেসব দেশ নিজ নাগরিকদের ফিরিয়ে নেওয়ার কাজে সহযোগিতা করতে ব্যর্থ হয়, প্রায় তিন বছর আগে সেই সব দেশের জন্য ভিসা সীমিত করার পদক্ষেপে ঐক্যমতে পৌঁছেছিল ইইউ। সেই পদক্ষেপের অংশ হিসেবে এবার ইরাক, সেনেগাল ও বাংলাদেশের বিরুদ্ধেভিসা বিধিনিষেধ আরোপ করার কথা ভাবছে জোটটি। 

shamima/sharif